‘প্রয়োজনে মাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি’, জিৎকে আশ্বাস দেবের

0
1

ফের মানবিকতার নজির গড়লেন সাংসদ-অভিনেতা দেব। টিকা নিয়েও করোনা আক্রান্ত জিৎকে এ বার সাহায্যের আশ্বাস দিলেন তিনি।

নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা জিৎ। সঙ্গে সঙ্গে হাওয়ার বেগে ছড়িয়ে পড়ে সেই খবর। বন্ধুর এই বিপদে চুপ থাকেননি  সাংসদ-অভিনেতা দেব। বন্ধুর দ্রুত আরোগ্য কামনা করে দেব সোশ্যাল মিডিয়ায় দেব লেখেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো ফাইটার…আমি জানি তোমার কোনও রকমের সাহায্যের প্রয়োজন নেই তবে তাও যদি মনে হয়, আমি শুধুমাত্র একটি ফোন কলের দূরত্বে রয়েছি।’

বাংলা ইন্ডাস্ট্রিতে এই দুই জনপ্রিয় তারকা দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। জিৎ এবং দেব একসঙ্গে দুটি ছবিতে কাজও করেছেন। ২০১০ সালে ‘দুই পৃথিবী’ এবং ২০১৭ সালে ‘দ্য মাফিয়া’তে তাদের একসঙ্গে দেখা গেছে।

দেবের এই বার্তায় মুগ্ধ দুই তারকার ফ্যানেরাই। বাংলা ছবির জগতে তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবেই জানেন সকলে। তবে বরাবরই শ্রদ্ধা আর সম্মানের সম্পর্ক দুজনের মধ্যে। সেই সৌজন্য ধরেই জিৎ অসুস্থ শুনেই পাশে থাকার বার্তা দেবের।

আরও পড়ুন- কেন্দ্র ১৫০ হলে রাজ্য ৪০০ কেন? টিকার দামে বৈষম্যের বিরোধিতায় সরব কুণাল

Advt