গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়! আক্রান্ত ১০ হাজার ৭৮৪, মৃত্যু ৫৮ জনের

0
1

ভয়ঙ্কর রূপ ধারণ করেছে করোনার দ্বিতীয় ঢেউ। ব্যতিক্রম নয় বাংলা। মারণ ভাইরাসের থাবায় এবার রাজ্যে সংক্রমণ ও মৃতের সর্বকালীন রেকর্ড।

রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরিয়ে কার্যত ১১ হাজার ছুঁইছুঁই! যা গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের সর্বকালীন রেকর্ড বাংলায়। মৃত্যুর ক্ষেত্রেও রেকর্ড।

আজ, বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণের কবলে পড়েছেন ১০ হাজার ৭৮৪ জন। ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ লক্ষ ৮৮ হাজার ৯৫৬। এই মুহূর্তে চিকিৎসা চলছে ৬৩ হাজার ৪৯৬ জন।

এবারও সবচেয়ে করুণ অবস্থা কলকাতায়। গত ২৪ ঘণ্টায় এই শহরেই সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। সংখ্যার হিসেবে যা, ২ হাজার ৫৬৮! দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। বাকি জেলাগুলির পরিস্থিতিও খুব খারাপ।

সুস্থতার হারও কমেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টা প্রাণ হারিয়েছেন ৫৮ জন। সেটাও রেকর্ড। সর্বাধিক মৃত্যু উত্তর ২৪ পরগনায়, দ্বিতীয় স্থানে কলকাতা। বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পশ্চিম বর্ধমান ও দুই মেদিনীপুর জেলাও।

আরও পড়ুন- করোনা পজিটিভ অধীর চৌধুরী, সুস্থতা কামনা করে টুইট মোদির

Advt