করোনা আক্রান্ত যাদবপুরের CPIM প্রার্থী সুজন চক্রবর্তী, ভর্তি হাসপাতালে

0
1

ভোটবঙ্গে (West Bengal Assembly Election) করোনা (Corona) আক্রান্ত আরও এক প্রার্থী। এবার যাদবপুরের (Jadavpur) সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএমের (CPIM) দাপুটে প্রার্থী সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) শরীরে মারণ ভাইরাদের থাবা। গতকাল, মঙ্গলবার চেস্টের সিটি স্ক্যান করার পর চিকিৎসকের পরামর্শে সিপিএম নেতাকে ভর্তি করা হয় বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে।

এরপরই আজ, বুধবার ভোররাতে সুজন চক্রবর্তীর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। করোনার মৃদু উপসর্গ রয়েছে সুজনবাবুর শরীরে।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ গোটা দেশজুড়ে আছড়ে পড়ছে। ব্যতিক্রমী নয় বাংলা। তার মধ্যে ম্যারাথন বিধানসভা নির্বাচন থাকায় মিটিং-মিছিলের জেরে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা আরও বাড়ছে। এর আগে রাজ্যে একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

Advt