করোনায় মৃত সামশেরগঞ্জ-জঙ্গিপুর কেন্দ্রে নতুন প্রার্থী ঘোষণা সংযুক্ত মোর্চার, ভোট ১৩ মে

0
1

মারণ ভাইরাস করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম ভোট বাংলা (West Bengal Assembly Election)। ভোটের মুখেই করোনার বলি হয়েছেন মুর্শিদাবাদের (Murshidabad) দুটি বিধানসভা আসনের দুই প্রার্থীর। একজন, জেলার সামশেরগঞ্জ (Sarshergunj) থেকে কংগ্রেসের (Congress) হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। অন্যজন জঙ্গিপুরের ( Jongipur) সংযুক্ত মোর্চার বাম (Leftfront) প্রার্থী। খুব স্বাভসবিকভাবেই ওই দুই কেন্দ্রে পিছিয়ে গিয়েছে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের (EC) তরফে জানানো হয়েছে, ভোটের ফল ঘোষণার পর ১৩ মে ওই দুই আসনে ভোট গ্রহণ হবে।

আজ, বুধবার ওই দুই আসনে নতুন প্রার্থীর নাম ঘোষণা করল সংযুক্ত মোর্চা। সামশেরগঞ্জ থেকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৃত রেজাউল হকের স্ত্রী রোকেয়া খাতুন। জঙ্গিপুর আসনে সংযুক্ত মোর্চার হয়ে লড়বেন আরএসপি প্রার্থী জানে আলম। প্রসঙ্গত, জঙ্গিপুর আসনে সংযুক্ত মোর্চা সমর্থিত আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী মারণ ভাইরাসের বলি হয়েছেন।

আরও পড়ুন- বাংলার ভোট ষষ্ঠীর নিরাপত্তায় কোথায় কত কেন্দ্রীয় বাহিনী দেখে নিন

Advt