আইপিএলে( ipl)জয়ের হ্যাটট্রিক চেন্নাই সুপার কিংসের( chennai super kings)। বুধবার তারা ১৮ রানে জিতল কলকাতা নাইট রাইডার্সের( kkr) বিরুদ্ধে। সিএসকের হয়ে দুরন্ত পারফরম্যান্স ডু প্লেসি এবং দিপক চাহার।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেট হারিয়ে ২২০ রান করে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ব্যাটিং ওপেনার জুটি রুতুরাজ এবং ডু প্লেসি। ৬৪ রান করেন রুতুরাজ। ৯৫ রান করে অপরাজিত ডু প্লেসি। ২৫ রান করেন মইন আলি। ধোনি করেন ১৭ রান। কলকাতার হয়ে একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল।
জবাবে ব্যাট করতে নেমে ২০২ রানে শেষ হয়ে যায় কেকেআরের ইনিংস। কেকেআরের হয়ে ব্যর্থ ওপেনার থেকে দলের মিডল অর্ডার। ওপেনার জুটি নিতিশ রানা এবং শুভমন গিল দুই সংখ্যার ঘরেও পৌঁছাতে পারেননি। নিতিশ করেন ৯ রান। শূন্য রান করেন শুভমন। মর্গ্যান করেন ৭ রান। তবে শেষের দিকে লড়াই চালান কার্তিক, রাসেল, প্যাটক্যামিন্সরা। ৪০ রান করেন কার্তিক। রাসেল করেন ৫৪ রান। ৬৬ রান করেন প্যাটক্যামিন্স। চেন্নাইয়ের হয়ে চার উইকেট নেন দিপক চ্যাহার। তিন উইকেট নেন লুঙ্গি এনগিডি। একটি উইকেট নেন স্যাম কুরান।






































































































































