“বীরভূমের এসপির মত দশা হবে”, ভোট প্রচারে পুলিশকে হুমকি শুভেন্দুর

0
1

“আপনাদের দশা হবে বীরভূম, পূর্ব মেদিনীপুরের এসপির মত।” বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো কেন্দ্র ভবানীপুরে বিজেপির নির্বাচনী প্রচারে গিয়ে ঠিক এই ভাষাতেই সরাসরি পুলিশকে(police) হুমকি দিলেন শুভেন্দু অধিকারী(suvendu Adhikari)। প্রকাশ্যে বিজেপি নেতার(BJP leader) তরফে পুলিশকে এহেন হুমকির ঘটনায় রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

বুধবার রুদ্রনীল ঘোষের(Rudranil Ghosh) সমর্থনে ভবানীপুর কেন্দ্রে ভোট প্রচারে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই পুলিশকে উদ্দেশ্য করে রীতিমতো হুমকির সুরে তিনি বলেন, “পুলিশের লোকদের বলি, বাবা মা পড়িয়েছেন৷ আপনারা মাঠে ছুটে, লেখাপড়া শিখে পুলিশ হয়েছেন৷ এগুলো করলে আপনাদের ম্যাডাম আপনাদের বাঁচাতে পারবেন না৷ আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি৷ নিরপেক্ষ ভাবে ভোট হোক৷ আর যদি নিরপেক্ষ ভোট করতে অসুবিধা থাকে তাহলে আপনাদের দশাও বীরভূম, পূর্ব মেদিনীপুরের এসপি-র মতো হবে৷ টালিগঞ্জ, বাঁশদ্রোণীর ওসি-র মতো হবে৷ তার জন্য প্রস্তুত থাকুন৷”

আরও পড়ুন:কেন্দ্র ১৫০ হলে রাজ্য ৪০০ কেন? টিকার দামে বৈষম্যের বিরোধিতায় সরব কুণাল

স্বাভাবিকভাবেই শুভেন্দুর এহেন হুমকির পর তাঁর মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে তৃণমূলের তরফে। শুভেন্দুর মন্তব্যকে আদর্শ আচরণবিধির বিরোধী বলে জানিয়েছে তৃণমূল। এ প্রসঙ্গে বরানগরে তৃণমূল প্রার্থী তাপস রায় বলেন, “বিজেপি-র প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীদের কাজই হচ্ছে মানুষকে শাসানি দেওয়া৷ নির্বাচনী বক্তৃতায় এ ভাবে শাসানো যায় না৷ এটা মডেল কোড অফ কনডাক্টের বিরোধী৷ এর জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারে৷ কিন্তু নেবে না৷ ওরা বরং কেন্দ্রীয় বাহিনীকে একটু নিরপেক্ষ ভাবে কাজ করতে বলুক৷” উল্লেখ্য, পুলিশকে হুঁশিয়ারি দিতে গিয়ে যে দুটি জেলা ও থানার নাম এদিন তুলেছেন শুভেন্দু অধিকারী সেই দুটি জেলার পুলিশ সুপার ও ওসিদের সম্প্রতি বদলি করেছে নির্বাচন কমিশন।

Advt