ভয়াবহ দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকের হাসপাতালে। ডাঃ জাকির হুসেন হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্ক লিক হয়ে মৃত্যু ২২ জন করোনা রোগীর। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন আধিকারিকরা। আশঙ্কাজনক অবস্থায় ৩১ জন রোগীকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে ১৭১ জন রোগী ভর্তি ছিলেন বলে সূত্রের খবর।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের নাসিকের ডাঃ জাকির হুসেন হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক ভর্তি করার সময় তা লিক করে। তাতেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। মহারাষ্ট্রের মন্ত্রী ডঃ রাজেন্দ্র সিঙ্গানে জানিয়েছেন, “এটি একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রাথমিক তথ্য অনুসারে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল আমরা পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছি। যে বা যারা এই ঘটনার জন্য দায়ী তাদের কাউকে ছাড়া হবে না। ” ঘটনাস্থলে পৌঁছচ্ছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।
আরও পড়ুন-দিল্লিতে কোভিড ফেসিলিটি সেন্টার তৈরি করল ডিআরডিও
প্রাথমিক সূত্রে খবর, অক্সিজেনের ট্যাঙ্কের ভালভে সমস্যার ফলেই এই বিপত্তি। গোটা এলাকায় যেভাবে অক্সিজেন যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন।






































































































































