করোনার ( corona)প্রকোপে জর্জরিত ভারতবর্ষ। দেশে করোনার দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়িয়েছে গোট দেশবাসীকে। তবে এত কিছুর মধ্যেও স্বস্তির খবর জুন মাসে সাউদাম্পটনেই বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপ( world test championship ) খেলবে ভারতীয় দল( india), জানিয়ে দিল আইসিসি( icc)।

ভারতের করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায়, ইতিমধ্যেই ব্রিটেনে কোনও ভারতীয় যেতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে ব্রিটেন থেকে। সেই দেশে ভারতকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। এমন অবস্থায় কোহলিরা ইংল্যান্ডে যেতে পারবেন কি না, তা নিশ্চিত করা যাচ্ছে না। আইসিসি যদিও এইসব নিয়ে ভাবতে নারাজ।
এদিন আইসিসি-র এক কর্তা বলেন, “ব্রিটেনের সরকারের সঙ্গে আমরা কথা বলছি লাল তালিকাভুক্ত দেশগুলোর ক্ষেত্রে কী কী নিয়ম নেওয়া হচ্ছে সেই বিষয়ে। এই অতিমারির সময় কী ভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এবং অন্য বোর্ডগুলি আলোচনা করছে। আমরা আত্মবিশ্বাসী জুন মাসে ব্রিটেনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে।”
আরও পড়ুন:লকডাউনের নির্দেশ মানবো না, সুপ্রিম কোর্টে যোগী আদিত্যনাথ সরকার









































































































































