‘কেকেআরের বিরুদ্ধেও নিজের সেরা পারফরম্যান্স দিতে চাই’, বললেন মইন

0
3

সোমবার রাজস্থান রয়‍্যালসের( rajasthan royals) বিরুদ্ধে  ৪৫ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস( chennai super kings)। রাজস্থানের বিরুদ্ধে ব‍্যাট ও বলে দুরন্ত পারফরম্যান্স করেন মইন আলি( moeen ali)। ব্যাট হাতে ২০ বলে ২৬ রানের পাশাপাশি বল হাতে ৩ উইকেটে নিয়ে ম‍্যাচের সেরা তিনি। রাজস্থানের বিরুদ্ধে জয় পেয়েই কেকেআর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন মইন। ম‍্যাচের সেরা পুরষ্কার নিয়ে মইন বলন, দলের হয়ে ভাল পারফরম্যান্স করাই লক্ষ‍্য থাকে প্রতি ম‍্যাচে।

এদিন সাংবাদিক সম্মেলনে মইন বলেন, “আমার মনে হয় দু’ দলের বোলাররাই সাহায্য পেয়েছে এই উইকেট থেকে। বল শুকনো থাকায় আমি সাহায্য পেয়েছিলাম। বল করে ভাল লেগেছে। ৩ উইকেট তুলে নিয়েছি। ভাল সময়ে বল করার সুযোগ পেয়েছিলাম। ”

এরপাশাপাশি মইন বলেন,” আমার কাজ ভাল ব্যাট করা। ব্যাট করার সময় আমি বল জোরে মারার চেষ্টা করিনি।”

আরও পড়ুন –বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ খেলবে ভারতীয় দল, জানাল আইসিসি

Advt