করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপ্রদেশের মন্ত্রীর

0
1

করোনার দাপট বাড়ছে। প্রতিদিন সংক্রমণে রেকর্ড গড়ছে করোনা। এবার করোনায় প্রাণ গেল উত্তরপ্রদেশের এক মন্ত্রীর।  লখনউয়ের এক হাসপাতালে মঙ্গলবার তিনি মারা যান। মৃত মন্ত্রীর নাম হনুমান মিশ্র। এদিকে করোনা আক্রান্ত হয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

করোনা রিপোর্ট পজিটিভ আসার পরেই হনুমান মিশ্রকে লখনউয়ের সঞ্জয় গান্ধী পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয়। সেখানেই মঙ্গলবার তাঁর মৃত্যু হয়। হনুমান মিশ্রের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করোনা ধরা পড়ে। তিনি এখন স্থিতিশীল। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সব থেকে বেশি প্রভাব পড়েছে মহারাষ্ট্রে। তার পরই আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের পরেই রয়েছে দিল্লি।

আরও পড়ুন- এখনই লকডাউন নয়, প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনোর পরামর্শ মোদির

Advt