ঠান্ডা মাথায় খুন! শীতলকুচিকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে অভিযোগ ডেরেকের

0
2

ঠান্ডা মাথায় খুন! শীতলকুচির (Shitalkuchi) ঘটনার ময়নাতদন্তের (Postmortem) রিপোর্টের ভিত্তিতে এই অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brian)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি একথা লিখে তার ব্যাখ্যা দেন ডেরেক। তিনি লেখেন, একজন দৌড়ে পালাচ্ছিলেন। 10 মিটার দূর থেকে তাঁর পিঠে গুলি লাগে।
দ্বিতীয় জনের মাথায় আঘাত রয়েছে। রাইফেলের বাট দিয়ে আঘাত করা হয়।
তৃতীয়জনের বুকে গুলি লেগেছে অত্যন্ত কাছ থেকে।

১০ এপ্রিল শীতলকুচিতে ভোটগ্রহণের দিন সিআইএসএফ (Cisf) জওয়ানদের গুলিতে ভোটের লাইনে প্রাণ হারান চারজন। সে ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালানোর তত্ত্ব তুলে ধরে কমিশন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট বলছে অন্য কথা। যে চারজন মারা গিয়েছেন, তাঁদের মধ্যে একজনের পিঠে গুলি লেগেছে। বাকিদের গুলি লেগেছে মাত্র 10 মিটার দূরত্ব থেকে। প্রশ্ন হচ্ছে, যদি কেউ হামলা চালান তাহলে তাঁর পিঠে গুলি লাগে কী করে? মাত্র 10 মিটার দূরত্ব থেকে কেন পা লক্ষ্য করে গুলি করা গেল না? কেন গুলি সোজা বুকে বিঁধল।

এবার শীতলকুচি কাণ্ডের ময়নাতদন্তের রিপোর্টকে হাতিয়ার করে “ঠান্ডা মাথায় পরিকল্পিত খুনের” অভিযোগ তুলল তৃণমূল।

Advt