করোনার সংক্রমণ (coronavirus)ক্রমেই বাড়ছে। আর করোনার নতুন স্ট্রেনের শিকার হচ্ছে(new strain of Corona) শিশুরাও। তাই রাজ্যে আজ থেকে সব সরকারি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসতে হবে না শিক্ষকদেরও। এগিয়ে আনা হল গরমের ছুটি। জুন মাস পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল।

যদিও মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন এখনই রাজ্যজুড়ে লকডাউন বা নাইট কার্ফু নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। এদিকে এবার থেকে ১৮ বছর হলেই নেওয়া যাবে করোনার ভ্যাকসিন। ১ মে থেকে এই নিয়ম কার্যকর হবে। এতদিন শুধুমাত্র ৪৫ ঊর্ধ্বদেরই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। পাশাপাশি এবার কেন্দ্রের স্থির করে দেওয়া দামে খোলা বাজারেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। উৎপাদনের ৫০ শতাংশ পর্যন্ত রাজ্যকে সরবরাহ করতে পারবে প্রস্তুতকারী সংস্থা।


































































































































