করোনার ভারতীয় (Indian form of coronavirus)প্রজাতি অতি সাংঘাতিক (more harmful)। তাই আপাতত কোনও ভারতীয়কে ব্রিটেনে (britain) ঢুকতে দেওয়া হবে না। তবে শুধু ভারত (India) নয়, বাংলাদেশ (Bangladesh) এবং পাকিস্তানের (Pakistan) নাগরিকদের উপরেও একই নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন।

ভারতীয় করোনাভাইরাস নিয়ে চিন্তায় ব্রিটেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও জানিয়েছে ভারতে প্রতিদিন যেভাবে করোনা ছড়াচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। এই আবহে এ দেশ থেকে যাওয়া কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না। ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রক অবশ্য ভারত থেকে সে দেশে ফেরা কোনও আইরিশ বা ব্রিটিশ নাগরিকের উপরে এই নিষেধাজ্ঞা় আরোপ করেছে না। তবে এই সময়ে যে ব্রিটিশ নাগরিকেরা দেশে ফিরবেন, তাঁদের ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেনটিনে (Quarantine) থাকতে হবে। দেশে প্রবেশের দ্বিতীয় ও অষ্টম দিনে তাঁদের করোনা পরীক্ষা করাতে হবে। নিজের খরচে । সম্প্রতি ব্রিটেনের পার্লামেন্টে হাউস অব কমন্স-এ (House of Commons) এই নিষেধাজ্ঞার বিষয়ে জানিয়েছেন হ্যানকক। তিনি আরও জানিয়েছেন, সফরের বিধিনিষেধ আরোপ করে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের লাল তালিকায় (Red list) রাখা হয়েছে। সম্প্রতি ব্রিটেনে করোনার ভারতীয় প্রজাতির ১০৩টি সংক্রমণের সন্ধান পাওয়া গিয়েছে। তাই ভারতীয়দের উপরে নিষেধাজ্ঞা জারি করা হল।


































































































































