করোনার প্রকোপ বাড়ছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে বেলুড় মঠ

0
1

ফের প্রবলভাবে বাড়ছে করোনা সংক্রমণ। ভারতে করোনার (covid) দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সংক্রমণ মাত্রাছাড়া। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষ পার করেছে। বাংলাতেও পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে চলেছে বেলুড় মঠ (belur math)। আগামী ২২ এপ্রিল বৃহস্পতিবার থেকে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে মঠ সূত্রে জানা গিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বন্ধ থাকবে মঠের মূল গেট। মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে একথা জানানো হয়।

উল্লেখ্য, গত বছর দেশ জুড়ে লকডাউনের (lockdown) জেরে ২০২০ সালের ২৫ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিল বেলুড় মঠ। ৮২ দিন বন্ধ থাকার পরে ১৫ জুন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল মঠ। ওই সময়ে করোনাবিধি (covid protocol) মেনেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করানো হত। মঠে ঢোকার সময় সামাজিক দূরত্ব রক্ষা, মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার সহ সব করোনাবিধিই মানতে হত ভক্ত থেকে দর্শনার্থীদের। এরপর ২ অগস্ট থেকে ফের বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ। সেই সময়ে মঠের আবাসিক সন্ন্যাসীদের অনেকেই করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। এরই জেরে দ্বিতীয়বার বেলুড়মঠে ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি কোভিডবিধি মেনে ফের খোলা হয় মঠের দরজা। পরিবর্তিত পরিস্থিতিতে ফের মঠ বন্ধের সিদ্ধান্ত হল। করোনা সংক্রমণ বাড়তে থাকায় আগামী বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ফের বন্ধ হচ্ছে বেলুড় মঠ।

আরও পড়ুন- শাহর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে কমিশনে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়