মণেপ্রাণে বামপন্থী । জীবনের শুরুর দিকে ‘তারা,হাতুড়ি, কাস্তে’-র হয়ে প্রচার করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের চেয়েও করোনার সংক্রমণ বেশি গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন অবসরপ্রাপ্ত শিক্ষক দিবাকর আলু। তাই বৈশাখের চড়া রোদকে উপেক্ষা করে আজ, সোমবার করোনা সচেতনতার বার্তা নিয়ে হাটে বাজারে প্রচার করলেন তিনি। ‘মাস্ক পরুন, বারেবারে হাত ধোবেন, নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। নিজে সতর্ক হোন, অন্যকে সতর্ক করুন।’ এই ছিল তাঁর প্রচারের মূল কথা। ছোট্ট একটা মাইক কাঁধে নিয়ে হেঁটে হেঁটে হাটে বাজারে দিনভর এভাবেই ঘুরে বেড়ালেন দিবাকরবাবু। এমনকি নিজের পকেটের টাকা খরচ করে ১০০ মাস্কও বিলি করলেন তিনি। পাশাপাশি করোনার রাশ টানতে সক্রিয় ভূমিকা পালন না করায় প্রচারের মাঝেই কেন্দ্রকে একহাত নিলেন এই অবসরপ্রাপ্ত শিক্ষক।
রাজ্যে লাগামছাড়া করোনার সংক্রমণ। আর এই সময় মিটিং-মিছিলের উর্দ্ধে জরুরি মানুষের প্রাণ বলে মনে করছেন তিনি। তাই করোনা রোধে মানুষের স্বার্থে নিজেই মাইক নিয়ে বেরিয়ে পড়লেন।বিলি করছেন লিফলেটও। করোনার বার্তা প্রচার করে একদিনেই মানুষের নজর কাড়লেন দিবাকরবাবু। জানালেন, সকলেই ভালো সাড়া দিয়েছেন।
দাসপুর জুড়ে শুরু হয়েছে করোনার চোখ রাঙানি। কিন্তু তাতেও সচেতনতার অভাব। তাই স্থানীয় পুলিশ বাজার কমিটি ও আমজনতার সঙ্গে বৈঠক করে করোনার বিধি নিষেধ মানার নির্দেশ দিলেও তা শিকেয় তুলে রাখছেন জনতা। তবে এই পরিস্থিতিতে দিবাকর বাবুর করোনা বিধির এই অভিনব প্রচার স্বভাবতই নজর কেড়েছে আমজনতার।































































































































