করোনা মোকাবিলার কথা না ভেবে ডেইলি প্যাসেঞ্জারি করছেন মোদি: তীব্র কটাক্ষ অভিষেকের

0
2

করোনা পরিস্থিতিতেও প্রধানমন্ত্রীর বারবার রাজ্যে প্রচারে আসা নিয়ে কটাক্ষ করলেন তৃণমূল (Tmc) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benarjee)। সোমবার, বর্ধমানের (Bardhawan) চার জায়গায় জনসভা করেন অভিষেক। প্রধানমন্ত্রীকে নিশানা করে তৃণমূল সাংসদ বলেন, করোনা পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায়, তা না ভেবে প্রধানমন্ত্রী বাংলায় ডেলি প্যাসেঞ্জারি করছেন।

অভিষেক বলেন, করোনা পরিস্থিতিতে বাকি নির্বাচনের দফা কমানোর আর্জি জানিয়েছিল তৃণমূল। কিন্তু এতে বিজেপি রাজি হয়নি। তাই দফা কমানো হয়নি বলে জানান অভিষেক। তিনি কটাক্ষ করে বলেন, “দফা কমলে বিজেপি (Bjp) নেতাদের ডেলি প্যাসেঞ্জারি বন্ধ হয়ে যাবে। ভুয়ো প্রচার বন্ধ হয়ে যাবে”।

শীতলকুচির ঘটনার উল্লেখ করে অভিষেক বলেন, “বাঙালির রক্তে বাংলা দখল করতে চাইছে বিজেপি”। কার উস্কানিতে গুলি চলেছে তার তদন্ত হবে। দোষীরা শাস্তি হবে বলে জানান তৃণমূল সাংসদ।

করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সভা দীর্ঘায়িত না করে, তৃণমূল সরকারের জনহিতকর কাজের খতিয়ান তুলে ধরেন অভিষেক। একইসঙ্গে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের যে প্রকল্পগুলি আনবেন সেগুলি সম্পর্কেও জানান তিনি।

Advt