উত্তীর্ণ ভবন এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে সেফ হোম তৈরি হবে : ফিরহাদ হাকিম

0
1

ভয়াবহ রূপ নিচ্ছে করোনা (coronavirus)। এই অণুবীক্ষণিক জীবের মারণকামড়ে ত্রাহি ত্রাহি রব চারদিকে।  রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা।  কোভিড পরিস্থতি নিয়ে সোমবার এক জরুরি বৈঠকে বসেন  ফিরহাদ হাকিম।  আলিপুরের উত্তীর্ণ ভবনে  ফিরহাদ হাকিমের (Firhad Hakim) নেতৃত্বে এই জরুরি বৈঠক হয়। বৈঠকে ছিলেন চিকিৎসক  শান্তনু সেন,  চিকিৎসক অভিজিৎ চৌধুরি,  কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার । বৈঠকে কোভিড পরিস্থিতিকে কড়া হাতে মোকাবিলা করতে কী কী পদক্ষেপ প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনবা হয়েছে।  জানা গিয়েছে করোনা মোকাবিলায় একটি টাস্ক ফোর্স গঠন করা হবে।   এছাড়া মহানগর জুড়ে প্রায় তিনহাজার  সেফ হোম তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।   কোয়ারেন্টিন সেন্টার চালুর ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  ১০ টি অ্যাম্বুল্যান্সকে আপৎকালীন  প্রস্তুত রাখা হবে। উত্তীর্ণ ভবনে ৫০০ বেডের সেফ হোম তৈরি করা হবে। গীতাঞ্জলি স্টেডিয়ামেও ২০০ বেডের সেফ হোম হবে।

Advt