করোনা মোকাবিলায় রাজ্যসরকারের কর্মসূচির কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়:
সরকারি দফতরে ৫০% ওয়ার্ক ফ্রম হোম
সরকারি হাসপাতালে ৪০০০ নতুন বেড করোনা মোকাবিলায়
রাজ্যে করোনা মোকাবিলায় ৪০০ নতুন অ্যাম্বুলেন্স
করোনা মোকাবিলায় টাস্কফোর্স গঠন। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। আতঙ্কিত হবেন না
রাজ্যে বিভিন্ন হোটেল গুলোকে সেফ হোমে পরিণত করা হবে
এই মুহূর্তে কোন লকডাউন বা কোন কারফিউ হচ্ছে না। কোন জিনিষ গায়ের জোরে হয় না, ভালোবেসে মানুষের কথা ভেবে করতে হয়
২০০ সেফ হোমে ১১ হাজার বেড রয়েছে
সরকারি হাসপাতালে ৪ হাজার কোভিড বেড বাড়বে
সরকারি অফিসে ৫০% হাজিরা বিভিন্ন হোটেলে সেফ হোম তৈরি হবে
১০০ হাসপাতাল তৈরি করোনা চিকিৎসায়
অফিস গুলিতে ৫০% কর্মী কাজ করবে
রাজ্যে পর্যাপ্ত ভ্যাকসিন নেই। বারবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ও উত্তর পাইনি, ভ্যাকসিন ও পাইনি
শেষ ২ পর্যায়ের ভোট একসঙ্গে করতে পারে
সময়মতো ভাবেনি কেন্দ্রীয় সরকার
আগেরবারের থেকে ২০% বেড বেশি
ছোট স্টেডিয়ামগুলো গণনার জন্য নিয়ে নিয়েছে
ভোটের জন্যে সেফ হোমের অভাব হচ্ছে, নির্বাচন তাড়াতাড়ি শেষ হয়ে গেলে মানুষের ভালো হতো।







































































































































