ভারতে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। দ্রুত গতিতে বাড়ছে সংক্রমণ। প্রতিদিন ২ লক্ষের বেশি আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ভারত সফর বাতিল করলেন। সোমবার ব্রিটিশ বিদেশ মন্ত্রক সূত্রে এ খবর জানা গিয়েছে।
২৫ এপ্রিল ৩ দিনের জন্য ভারত সফরে আসার কথা ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারত-ব্রিটেন কূটনৈতিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার বিষয়টিও জনসনের সফরের অন্যতম উদ্দেশ্যে ছিল।
আরও পড়ুন-ভারত সহ ৩ দেশের সঙ্গে উড়ান সংযোগ বিছিন্ন হংকং-এর
উল্লেখ্য, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বরিস জনসনের ভারত সফরে আসার কথা ছিল। কিন্তু সেই সময় ব্রিটেনে করোনার নতুন স্ট্রেন ছড়াতে শুরু করে। সেখানে হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও ক্রমশই বাড়ছিল। ফলে সেই সময় ভারত সফর বাতিল করতে হয়েছিল। তবে এবার ভারতে করোনার বাড়-বাড়ন্তের জন্য ভারত সফর বাতিল করলেন জনসন।







































































































































