বেলাগাম করোনা সংক্রমণ। ক্রমেই মহামারির আকার ধারণ করেছে করোনা। পর্যাপ্ত বেডের অভাব, নেই অক্সিজেন ও জীবনদায়ী ওষুধও। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ। তাই এবার মহারাষ্ট্রের মতো দিল্লিতেও লকডাউন জারির কথা ঘোষণা করল কেজরিওয়াল সরকার। আজ অর্থ্যাৎ সোমবার থেকেই একসপ্তাহের লকডাউন জারির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার সাংবাদিক বৈঠকে দিল্লির ভয়াবহ পরিস্থিতির কথা জানান তিনি। সেখানেই তিনি বলেন গোটা দিল্লিতে মোট ১০০ টি আইসিইউ বেড রয়েছে। সেইসঙ্গে রয়েছে অক্সিজেনের অভাব। এরপর আজ ফের সাংবাদিক সম্মেলন করে সোমবার রাত ১০ টা থেকে আগামী সোমবার সকাল পাঁচটা পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করেন অরবিন্দ কেজরিওয়াল।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জনতার কাছে আর্জি জানান, ‘স্বাস্থ্য পরিষেবা যাতে ভেঙে না পড়ে তার জন্য এই ছোট লকডাউন। যেভাবে সংক্রমণ মাত্রা ছাড়াচ্ছে তার জন্য প্রয়োজন এই লকডাউন। এই ছয় দিনের মধ্যে সরকার আরও বেড, আরও ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থা করবে।’ একইসঙ্গে দিল্লি ছেড়ে না যাওয়ার জন্য পরিযায়ী শ্রমিকদের কাছে আবেদন জানান তিনি। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের আশ্বাস, সাময়িক পরিস্থিতি সামলাতেই এই সীমিত সময়ের লকডাউন জারি করা হয়েছে।
দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, লকডাউন চলাকালীন সরকারি অফিস, জরুরি পরিষেবা অর্থাৎ খাদ্য ও স্বাস্থ্য পরিষেবা চালু থাকবে। বেসরকারি অফিসের কর্মচারীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ জন নিমন্ত্রিত নিয়ে বিয়ের অনুষ্ঠান করা যাবে বলে জানানো হয়েছে। তবে তার জন্য আলাদা ভাবে পাস নিতে হবে।
প্রসঙ্গত, রবিবার দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪৬২, যা এখনও পর্যন্ত রেকর্ড। সোমবার সকালে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল । তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।































































































































