নির্বাচন কমিশনকে চিঠি লিখে রাজ্যে ভোট স্থগিতের অনুরোধ অধীর চৌধুরির

0
2

রাজ্যে সংক্রমণ বাড়ছে৷ ক্রমশ আতঙ্কজনক হয়ে ওঠা করোনা-পরিস্থিতিতে নির্বাচন স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি (Adhir choudhury)

আরও পড়ুন-করোনার হাত থেকে বাঁচতে হলে একাধিক মাস্ক পরা জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

মুখ্য নির্বাচন কমিশনার (CEC) সুশীল চন্দ্রকে (Sushil Chandra) লেখা এক চিঠিতে সোমবার অধীরবাবু বলেছেন, এ রাজ্যে ইতিমধ্যেই দু’জন প্রার্থীর করোনায় মৃত্যু হয়েছে৷ এই অতিমারি পরিস্থিতিতে ভোট এখন বন্ধ হোক৷ নির্বাচন পরেও হতে পারে৷ আগে মানুষের জীবন, তারপর নির্বাচন ৷

Advt