জয়ের হ‍্যাটট্রিক আরসিবির, কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল ডিভিলিয়ার্সের

0
3

আইপিএলের (ipl) তৃতীয় ম‍্যাচে হারল কলকাতা নাইট রাইডার্স( kkr)। এদিন তারা হারল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের ( rcb) কাছে। ইয়ন মর্গ‍্যানের দলের বিরুদ্ধে ৩৮ রানে জিতল বিরাট কোহলির দল। আরসিবির হয়ে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল এবং এবি ডিভিলিয়ার্সের।

এদিন ম‍্যাচে টসে জিতে প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ২০৪ রান করে বিরাট বাহিনী। ম‍্যাচে এদিন দুরন্ত ব‍্যাটিং এবি ডিভিলিয়ার্স এবং ম‍্যাক্সওয়েলের। ৭৮ রান করেন ম‍্যাক্সওয়েল। ৭৬ রান করে অপরাজিত ডিভিলিয়ার্স। তবে এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক বিরাট কোহলি। নাইটদের হয়ে দুই উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট নেন প‍্যাট ক‍্যামিন্স এবং প্রসিদ্ধ কৃষ্ণা।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬৬ রানে গুটিয়ে যায় কেকেআর। কেকেআরের হয়ে সর্বোচ্চ রান করেন আন্দ্রে রাসেল। ৩১ রান করেন তিনি। ২১ রান করেন শুভমন গিল। ২৫ রান করেন ত্রিপাঠী। ২৯ রান করেন অধিনায়ক মর্গ‍্যান। ২৬ রান করেন শাকিব-উল-হাসান। আরসিবির হয়ে ৩ উইকেট নেন জেমিসন। দুটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল এবং হর্শল প‍্যাটেল। একটি উইকেট পান ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন:হায়দরাবাদে টি-২০ বিশ্বকাপের ম‍্যাচ পেয়ে টুইট আজহারের

 

Advt