প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের টাকা দেওয়ার নাম করে বিধবাকে গণধর্ষণ, ফের শিরোনামে উত্তরপ্রদেশ

0
2
প্রতীকী

ফের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থসাহায্য পাইয়ে দেওয়ার নাম করে এক বিধবা মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল যোগীরাজ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্ভল জেলার আসমোলি থানার অন্তর্গত নাখাসা গ্রামে। অভিযোগ, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকা অর্থসাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে স্থানীয় ব্লক অফিসের এক কেরানি ও তার বন্ধু ওই বিধবা মহিলাকে গণধর্ষণ করে। এমনকী, নথিপত্র তৈরির জন্য নির্যাতিতার কাছ থেকে দু’ হাজার টাকাও নেওয়া হয়। আপাতত নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নির্যাতিতা ওই মহিলার অভিযোগ, গণধর্ষণে অভিযুক্তের এক জন নিজেকে ব্লক অফিসের করণিক বলে পরিচয় দিয়েছিলেন। তিনি ওই মহিলাকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ৫ লক্ষ টাকা পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন। শেষপর্যন্ত দু’হাজার টাকায় রফা হয়। এরপর এক আধিকারিকের সঙ্গে দেখা করানোর অছিলায় অভিযুক্ত তাঁকে পার্শ্ববর্তী মাদালা গ্রামের একটি আমবাগানে নিয়ে যায়। সেখানেই বন্দুক দেখিয়ে ওই যুবক ও তার এক বন্ধু তাঁকে গণধর্ষণ করে ও ঘটনার ভিডিও তুলে রাখে। বিষয়টি এখানেই শেষ হয়নি। এরপর ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্ত তাঁকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ মহিলার।

নির্যাতিতা জানিয়েছেন, প্রথমে ঘটনার কথা পুলিশকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ওই মহিলা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের দ্বারস্থ হন। এর পরই ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুন- জয়ের হ‍্যাটট্রিক আরসিবির, কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল ডিভিলিয়ার্সের

Advt