ম‍্যাচ হারের পর পিচকে কাঠগড়ায় তুললেন নাইট অধিনায়ক

0
5

রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালোরের (Rcb)বিরুদ্ধে ম‍্যাচ হারের পর পিচকে কাঠগড়ায় তুললেন কলকাতা নাইট রাইডার্স (kkr)অধিনায়ক ইয়ন মর্গ‍্যান।

এদিন ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মর্গ‍্যান বলেন,” পিচ বুঝতেই পারেননি । দিনটা আরসিবি-র ছিল। প্রচণ্ড গরম ছিল আজ। তবে চেন্নাইয়ের পিচ দেখে আমি প্রচণ্ড অবাক হয়েছি। কোনও সন্দেহ নেই যে পিচের চরিত্র বুঝতে পারিনি।”

এরপাশাপাশি মর্গ‍্যান বলেন,”বোলিংয়েও বেশি বিকল্প ছিল না।  ম্যাক্সওয়েল দারুণ ক্রিকেটার। ও ভাল ব্যাট করেছে আজ। কিন্তু এবি-র মতো ব্যাটসম্যানকে আটকাতে আরও বৈচিত্রময় বোলার দরকার ছিল আমাদের।”

আরও পড়ুন:জয়ের হ‍্যাটট্রিক আরসিবির, কেকেআরের বিরুদ্ধে দুরন্ত ব‍্যাটিং ম‍্যাক্সওয়েল ডিভিলিয়ার্সের

Advt