দুমকা ট্রেজারি মামলায় অবশেষে জামিন পেলেন লালুপ্রসাদ যাদব

0
1

দুমকা ট্রেজারি মামলায় অবশেষে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। এই মুহূর্তে দিল্লির এইমসে চিকিৎসাধীন রয়েছেন রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো।

পশুখাদ্য মামলায় ২০১৭ সালের ডিসেম্বর মাস থেকেই জেলে লালুপ্রসাদ। তবে অবশেষে দুমকা ট্রেজারি মামলায় তাঁকে জামিন দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। গত ১৯ ফেব্রুয়ারি লালু প্রসাদের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল কোর্ট। গত জানুয়ারি মাসেই লালুর শারীরিক অবস্থার অবনতির জন্য তাঁকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল।

আরও পড়ুন-চাকদহে বুথের সামনে থেকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার নির্দল প্রার্থী

দুমকা ট্রেজারি মামলা কী?

১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালে মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারের পশুপালন দফতরের মাধ্যমে ঝাড়খণ্ডের দুমকা ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা গায়েব করে দেওয়ার অভিযোগ ওঠে লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। দুমকা কোষাগার থেকে ৩ কোটি ১৩ লক্ষ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগে দুই ধারায় ৭ বছরের জেল হয়েছিল লালুপ্রসাদ যাদবের। এবার একে একে এই বিষয়ের চারটি মামলা থেকেই মুক্তি পেলেন তিনি।

Advt