ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি, কুম্ভ মেলা নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ আইনজীবী

0
1

করোনার(coronavirus) দ্বিতীয় ঢেউয়ে ক্রমশ হাল খারাপ হচ্ছে দেশের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তুলেছে হরিদ্বারের কুম্ভ মেলা(Kumbh Mela)। ইতিমধ্যেই সেখানে করোনা আক্রান্ত হয়েছেন ৩০ জন সাধু। এহেন পরিস্থিতিতে মাঝে এবার কুম্ভ মেলা নিয়ে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হলেন এক আইনজীবী।

সম্প্রতি সুপ্রিম কোর্টে তিনি আবেদন জানিয়েছেন হরিদ্বারের কুম্ভ মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে যে সমস্ত বিজ্ঞাপন জারি করা হয়েছিল সরকারের তরফে তা যেন অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হয়। এই মর্মে আদালত যাতে কেন্দ্র ও উত্তরাখণ্ড সরকারকে নির্দেশ দেয় এদিন সেই মর্মে জনস্বার্থ মামলা দায়ের করেন এক আইনজীবী।

আরও পড়ুন:‘কুম্ভ-ফেরত পুণ্যার্থীরা রাজ্যে রাজ্যে করোনা বিতরণ করবে’, বিস্ফোরক মুম্বইয়ের মেয়র

প্রসঙ্গত, সম্প্রতি কুম্ভমেলায় ৩০ জন সাধু করোনা আক্রান্ত হয়েছেন জেনে শনিবার জুনা আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সংক্রামিত সাধুদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি এই পরিস্থিতিতে প্রতীকী কুম্ভ মেলা অনুরোধ করেন তিনি। পাশাপাশি, প্রধানমন্ত্রীর আবেদন সাড়া দেন স্বামী অদ্ধেশ্বানন্দ গিরিজি। তিনিও হিন্দিতে টুইট করে লেখেন, প্রধানমন্ত্রীর অনুরোধকে সম্মান জানাই। জীবন সুরক্ষিত করা মহান ধর্ম। ধার্মিক মানুষদের কাছে আমার অনুরোধ, আপনারা স্নানের জন্য বিশাল সংখ্যায় জমায়েত করবেন না। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে নিয়ম-কানুন পালন করুন।

Advt