মদন মিত্রকে কেন্দ্রীয় বাহিনীর তল্লাশ! উত্তেজনা কামারহাটিতে

0
1

উত্তর ২৪ পরগনা কামারহাটি (Kamarhati) কেন্দ্রে পঞ্চম দফা ভোট গ্রহণের সকাল থেকেই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা। এদিন দক্ষিণেশ্বর-মন্দিরে সকাল-সকাল পুজো দিয়ে বুথ পরিদর্শনের বেরোন তৃণমূল (TMC) প্রার্থী মদন মিত্র (Madan Mitra)। তার আগে নিজের ভোটও তিনি দেন। এবং ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল প্রার্থী মদন মিত্র।

একই সঙ্গে তাঁর অভিযোগ, একটি বুথে গেলে তাঁর শরীর তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী (Central Force)। জওয়ানদের সঙ্গে বাকবিতন্ডা জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী মদন মিত্র। এই ঘটনার সাময়িক উত্তেজনা ছড়ায়।

অন্যদিকে কামারহাটি তাই বিজেপি (BJP) প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ের (Raju Banerjee) এক পোলিং এজেন্ট এর মৃত্যু হয়। বুকের মধ্যে অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

Advt