গত শনিবার চতুর্থ দফা ভোটের দিন উত্তাল হয়েছিল পশ্চিমবঙ্গ। শীতলকুচিতে সিআইএসএফের গুলিতে ৪ জনের মৃত্যুতে তোলপাড় হয়েছিল বাংলা। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় আগে দিলীপ ঘোষ, রাহুল সিনহা এবং সায়ন্তন বসুকে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছিল। এবার এই তালিকায় যোগ হলেন আরও এক বিজেপি নেতা। নাম তরুণজ্যোতি তিওয়ারি।
আরও পড়ুন-ফের বিজেপির জুমলা ফাঁস, ভোট মিটতেই অসমের বাঙালিদের ডি-নোটিশ ধরাচ্ছে সরকার
এর আগে দিলীপ বলেন, “সকলে ভোট দিতে যাবেন। কেউ যদি বাধা দেয়, কোনও কথা শুনবেন না। আমরা সব দেখে নেব। মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” রাহুল সিনহা বলেছিলেন, “ওখানে চারজন নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।” সায়ন্তন বসুর বক্তব্য ছিল, “বেশি খেলতে যেও না, শীতলকুচির খেলা খেলে দেব।” এবার বিজেপি নেতা তরুণজ্যোতি বলেন, “শীতলকুচির বিভিন্ন ভিডিও দেখে কেন্দ্রীয় বাহিনীকে একটা কথাই বলার আছে। গুলি গুলো আমাদের মত করদাতাদের টাকায় কেনা হয়। দয়াকরে ওগুলো নষ্ট করবেন না।” তিনি প্রশ্ন করেছেন, “আপনারা নাকি ১৫ রাউন্ড fire করেছেন। 11 টা নষ্ট হল কেন? এই ভুল আগামী দফাগুলোতে যেন না হয়।” তিনি আরও বলেন, “যারা গণতন্ত্র লুট করতে আসবে তারা যেন উপযুক্ত শাস্তি পায়।”
শীতলকুচির ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেখানকার ঘটনার পর কমিশনের তরফে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক বিবেক দুবের কাছে রিপোর্ট তলব করা হয়েছিল। তাতেই জানানো হয়েছিল, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী।







































































































































