PNB scam:নীরব মোদিকে ভারতে ফেরাচ্ছে ব্রিটেন, জানালেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

0
3

আদালতের লড়াই আগেই হেরেছিলেন। এবার ব্রিটিশ সরকারও জানিয়ে দিল, পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণ করা হবে। শুক্রবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী (UK home minister) প্রীতি প্যাটেল মোদিকে ভারতে প্রত্যর্পণের (extradition) ঘোষণা করেন। এর ফলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) কয়েক হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে (scam) অভিযুক্ত নীরব মোদির (nirav modi) ভারতে ফেরা ও বিচারব্যবস্থার মুখোমুখি হওয়া এখন সময়ের অপেক্ষা। ভারতে ফেরার পর মুম্বইয়ের আর্থার রোড জেলের ১২ নম্বর ব্যারাক অভিযুক্ত শিল্পপতির ঠিকানা হতে চলেছে। বর্তমানে অন্য আরেকটি আর্থিক তছরুপের মামলায় ব্রিটেনের জেলে রয়েছেন নীরব মোদি।

ব্রিটেনের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি না থাকার সুযোগ নিয়েই ভারত থেকে পালিয়ে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন নীরব মোদি। ভারতে যাতে তাঁকে ফেরানো না হয় সেজন্য আর্জি জানিয়ে এদেশে মানবাধিকার লঙ্ঘন ও জেলে অব্যবস্থার অভিযোগ তোলেন তিনি। এমনকি বর্তমান কোভিড পরিস্থিতিতে মুম্বইয়ের জেলে তাঁর জীবন সংশয়ের আশঙ্কা আছে বলেও উল্লেখ করেন। কিন্তু এসব যুক্তিতে আমল দেয়নি ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার কোর্ট। বন্দি সুরক্ষার বিষয়ে ভারত সরকারের বক্তব্য জানার পর ৮৩ পাতার রায়ে নীরব মোদির অভিযোগ উড়িয়ে প্রত্যর্পণের পক্ষে রায় দিয়েছিলেন জেলা বিচারক স্যামুয়েল গুজ। এখন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর নীরব মোদির আনুষ্ঠানিক প্রত্যর্পণ সময়ের অপেক্ষা বলে মনে করছে ভারত সরকার।

Advt