করোনার জের, ফের প্যাসেঞ্জার ট্রেন নিয়ে বড়সড় সিদ্ধান্তের সম্ভাবনা রেল কর্তৃপক্ষের

0
1

বেলাগাম করোনা সংক্রমণ। তারমধ্যেই অফিস-কাছারি থেকে শুরু করে চুটিয়ে চলছে ব্যাবসা-বাণিজ্য। এতেই দিনের পর দিন বাড়ছে সংক্রমণের হার। করোনার ঊর্ধ্বগামী হারে কপালে ভাঁজ পড়েছে রেল কর্তৃপক্ষের। তাই প্যাসেঞ্জার ট্রেন নিয়ে আজই বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। এপ্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের এজিএম(AGM) বলেন, “আতঙ্কিত হওয়ার মত কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কেউ আতঙ্কিত হবেন না।”
একটি সাংবাদিক সম্মেলনে দক্ষিণ পূর্ব শাখার রেল কর্তৃপক্ষ জানান, যাতে মানুষ আতঙ্কিত না হয়ে পড়েন, যাতে স্টেশনগুলিতে কোনওরকম বিশৃঙ্খলা তৈরি না হয়, তাঁর জন্যই মানুষকে সচেতন করতে হবে। সব বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা এবং নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে বলে জানান তিনি।
তবে জানা গেছে, প্রাথমিক পর্যায়েই লোকাল ট্রেন বন্ধ করার কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং এই পরিস্থিতিতে মানুষকে গন্তব্য পৌঁছে দেওয়ার জন্য কিছু সামার স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসেঞ্জার ট্রেন নিয়েই প্রাথমিক পর্যায়ে চিন্তাভাবনা করা হচ্ছে। লোকাল ট্রেন বন্ধের আপাতত কোনও পরিকল্পনা নেই। সেবিষয়ে রেল তরফে কী ভাবনাচিন্তা করা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত জানানো হবে বলেই মনে করা হচ্ছে।

Advt