‘দলের পারফরম্যান্সের জন‍্য এই জয়,’ বললেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন

0
5

বৃহস্পতিবার আইপিএলের(Ipl) ম‍্যাচে প্রথম জয় পায় রাজস্থান রয়‍্যালস( rajathan royals)। তারা দিল্লি ক‍্যাপিটালসকে ( delhi capitals) হারায় ৩ উইকেটে। এই জয়ের নেপথ্যে দলের পারফরম্যান্সকেই তুলে ধরলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন।

এদিন সাংবাদিক সম্মেলনে সঞ্জু বলেন,” সত্যি বলতে ৪০ রানে ৫ উইকেট চলে যাওয়ার পর জিততে পারব ভাবিনি। দলে ডেভিড মিলার এবং মরিস ছিল, তবুও মনে হয়েছিল জেতা কঠিন। তবে শেষ ২ ওভারে ৪ ছক্কা মেরে ম্যাচ জেতাল মরিস।”

শুধু ব‍্যাটসম‍্যান নয় দলের বোলারদের প্রশংসা করেন সঞ্জু স‍্যামসন। তিনি বলেন,” বলের লেংথ এবং গতির পরিবর্তন করতে হয়েছে। ৩ জন বাঁহাতি পেসার থাকাও খুব উপযোগী হয়েছে আমাদের। অন্য যে কোনও দলের বোলিং আক্রমণের থেকে আমরা আলাদা।”

আরও পড়ুন:পিছিয়ে গেল শুনানি, আপাতত বোর্ডের দায়িত্বে সৌরভ, জয় শাহরা

 

Advt