করোনা সংক্রমণে লাগাম টানতে কড়া পদক্ষেপ নিল উত্তরপ্রদেশের সরকার। শনিবার রাত ৮ থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত। সেইসঙ্গে মাস্ক না পরলে প্রথমবার এক হাজার ও দ্বিতীয়বার এই নিয়ম ভাঙলে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ যোগী সরকারের। অর্থাৎ রবিবার সে রাজ্যে চলবে লকডাউন।
উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, আগামী রবিবার রাজ্যের সমস্ত বাজার, অফিস, জিম, অডিটোরিয়াম ও সিনেমা হল বন্ধ থাকবে। এদিন গোটা রাজ্যজুড়ে হবে স্যানিটাইজেশনের কাজ। অত্যাবশ্যক পরিষেবাগুলিকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। দেশের যে দশটি রাজ্যে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলির মধ্যে রয়েছে রয়েছে উত্তরপ্রদেশও। বৃহস্পতিবার উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২২,৪৩৯।
আরও পড়ুন-ভয়ঙ্কর করোনা পরিস্থিতিতে রাজ্যে ভোট, কড়া নির্দেশ জারি হাইকোর্টের
বৃহস্পতিবার যোগী আদিত্যনাথ টুইট করে বলেন,’উত্তরপ্রদেশের লখনউ, প্রয়াগরাজ, বারাণসী, কানপুর নগর, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাজ, মেরঠ ও গোরখপুরের মতো ১০টি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারের বেশি। এই জেলাগুলিতে রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে নৈশ কার্ফু।’ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছিল, ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে সে রাজ্যের স্কুল। ইতিমধ্যেই পিছিয়ে দেওয়া হয়েছে বোর্ডের পরীক্ষা।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৭,৩৫৩। মৃত্যু হয়েছে ১১৮৫ জনের ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,১৮,৩০২ জন ৷ সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১,৪২,৯১,৯১৭ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১৫,৬৯,৭৪৩।







































































































































