অস্ত্রোপচারের জন‍্য দেশে ফিরছেন স্টোকস

0
6

অস্ত্রোপচারের জন্য শনিবার ভারত ছেড়ে দেশের পথে উড়ে যাচ্ছেন বেন স্টোকস( ben Stokes )। সোমবার অস্ত্রোপচার হবে তাঁর। পাঞ্জাব কিংসের( Punjab  kings) বিরুদ্ধে খেলার সময় বাঁহাতের আঙুলে চোট পান স্টোকস। এরপরই আইপিএল (ipl) থেকে ছিটকে যান তিনি।

এদিন ইংল্যান্ড দলের তরফে বলা হয় যে,”এক্সরে এবং সিটি স্ক্যানের পর দেখা গিয়েছে যে, স্টোকসকে ১২ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে। বাঁহাতের আঙুলে চোট রয়েছে তাঁর।”

রাজস্থান দলের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল যে, আইপিএলে খেলতে না পারলেও, দলের সঙ্গে থাকবেন তিনি। কিন্তু এখন অস্ত্রোপচারের জন‍্য দেশে ফিরবেন স্টোকস।

আরও পড়ুন:আইসিসির একদিনের ক্রিকেটে বিরাটকে টপকে শীর্ষে বাবর আজম

Advt