শীতলকুচি-কাণ্ডে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা অধীর চৌধুরির

0
5

আগেই তিনি বলেছিলেন CBI তদন্তের কথা৷ এবার শীতলকুচি-কাণ্ডে CBI তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টে মামলাও করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরি।

শুক্রবার এই মামলা দায়ের করে CBI তদন্তের পাশাপাশি নিহতদের ক্ষতিপূরণের দাবিও করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অধীর চৌধুরি বলেছেন, ‘‘৪ জন মানুষের মৃত্যু হল। অথচ তা নিয়ে দু’টো রাজনৈতিক দলের তরজা চলছে। সে কারনেই সত্যি সামনে আনতে CBI তদন্তের এই দাবি।’’
অধীর চৌধুরি বক্তব্য, “শীতলকুচি-কাণ্ডের তদন্তের এক্তিয়ার নেই রাজ্য পুলিশের CID-র। গুলি যেহেতু চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, তাই নিরপেক্ষ তদন্তের জন্য CBI-কেই ডাকা উচিত৷”
এদিকে, শীতলকুচি কাণ্ডের তদন্তভার CID ইতিমধ্যেই নিয়েছে৷ বিশেষ তদন্তকারী দল বা SIT-ও গঠন করেছে CID দফতর৷ CID তদন্ত প্রসঙ্গে অধীর চৌধুরি বলেছেন, ‘‘CID তদন্তের উপর ভরসা নেই। CBI তদন্ত করলে সত্যি সামনে আসবে।’’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত শীতলকুচিতে ২টি আলাদা বুথে গুলিচালনায় মোট ৫ জন নিহত হন।

Advt