আইএসএলের ব‍্যর্থতা ভুলে এএফসি কাপে ফোকাসড প্রীতম কোটাল

0
3

১৪ মে এএফসি কাপের( AFC Cup) প্রথম ম‍্যাচে খেলতে নামছে এটিকে মোহনবাগান( atk mohunbagan)। আইএসএলের(isl) ব‍্যর্থতা ভুলে এএফসি কাপে ফোকাসড এটিকে মোহনবাগান ডিফেন্ডার প্রীতম কোটাল ( pritam kotal)।

কোভিড বিধি মেনে ২৬ এপ্রিল থেকে শুরু হয়ে যাবে এএফসি কাপের প্রস্তুতি।  টানা দু সপ্তাহ কলকাতাতেই থাকবেন প্রীতম কোটাল, রয় কৃষ্ণরা। ১৪ তারিখ প্রথম ম‍্যাচ। এএফসি কাপ নিয়ে প্রীতম এদিন বিশ্ববাংলা সংবাদকে জানানেল, ” এএফসি কাপ একটি গুরুত্বপূর্ণ ম‍্যাচ। আমাদের লক্ষ‍্য থাকে সবসময় ম‍্যাচ জেতা। আইএসএলে দল ভাল খেলেছে, কিন্তু দল জয় পায়নি। আশা করছি এএফসি কাপে দল ভাল পারফরম্যান্স করবে।

ছয় মাস আইএসএলে বায়ো বাবলের মধ‍্যে খেলতে হয়েছে প্রীতম কোটালদের। এএফসি কাপও চলবে সেই নিয়ম । এই মুহূর্তে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রীতম, প্রবীররা। এএফসি কাপের আগে যা বাড়তি সুবিধা বলে মনে করছেন বাগান ডিফেন্ডার প্রীতম কোটাল।

আরও পড়ুন:‘দলের পারফরম্যান্সের জন‍্য এই জয়,’ বললেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স‍্যামসন

Advt