মারণ ভাইরাস করোনা(coronavirus) ক্রমশ আরও ভয়াবহ হয়ে উঠেছে গোটা দেশে। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রয়াত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের(CBI) প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা(Ranjit Sinha)। শুক্রবার ভোর চারটে নাগাদ দিল্লিতে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:বাবুল সুপ্রিয়’র বিরুদ্ধে সংবিধান বিকৃত করার অভিযোগ এনে কমিশনে চিঠি ডেরেকের
শীর্ষ আধিকারিক সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল প্রাক্তন ওই আইপিএস অফিসারের। কোভিড সংক্রান্ত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৭৪ ব্যাচের এই অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর হওয়ার পাশাপাশি আইটিবিপি-র ডিজি সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিজি পদেও ছিলেন তিনি। ২০১২ সালে সিবিআই-এর ডিরেক্টর হওয়ার আগে পটনা ও দিল্লিতে সিবিআই-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি।








































































































































