রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি: নবদ্বীপের সভায় অভিযোগ মমতার

0
3

রাজ্যে করোনা ছড়াচ্ছে বিজেপি। বহিরাগতদের এনে ভাইরাস ছড়ানো হচ্ছে। নবদ্বীপের প্রচার সভায় থেকে এই অভিযোগ করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বিষয়ে কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মমতা বলেন, “বাংলায় কোভিড ছড়াবেন না প্রধানমন্ত্রী”। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর সভার প্যান্ডেল তৈরি করতে বাংলার বাইরে থেকে লোক আনা হচ্ছে। তাঁরাই করোনা ছড়াচ্ছেন বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। যাঁরা এ রাজ্যের বাসিন্দা নন, তাঁদের আসার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেন মমতা।

তৃণমূল নেত্রী অভিযোগ করেন, লড়াইয়ে না পেরে করোনা ছড়াচ্ছে বিজেপি (Bjp)।

মুখ্যমন্ত্রী বলেন, ছ মাস আগে কোভিড ছিল না। তখন বিনামূল্যে টিকা দেওয়ার অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি দেননি নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি উদ্যোগ নিয়ে যে কটা ভ্যাকসিন (Vaccine) পেয়েছেন তা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:মুসলিম বিধায়ক শিব মন্দিরে পুজো দেওয়ায় গ্রেফতারের দাবি তুলল বিজেপি

Advt