আজ পয়লা বৈশাখ। বিদায় ১৪২৭ । স্বাগত ১৪২৮। আজ থেকে আরেকটি নতুন বছরের পথচলা শুরু। সকাল থেকেই দক্ষিণেশ্বর, কালীঘাট সহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন ভক্তরা। লক্ষ্মী গণেশ এবং হালখাতা নিয়ে বছরের প্রথম দিনে পুজো দেওয়ার জন্য ভোর থেকেই মন্দিরগুলির সামনে লম্বা লাইনে সামিল হয়েছেন পুণ্যার্থীরা। সকলের একটাই কামনা শুভ হোক, ভালো হোক।



কিন্তু এর পাশাপাশিই দুশ্চিন্তার মেঘ বাংলার আকাশ জুড়ে। করোনার প্রবল দাপটে সারাদেশের মতো টালমাটাল এ রাজ্যও। স্বাস্থ্য ভবনের আশঙ্কা নতুন বছরের শুরুতেই মারাত্মক রূপ নিতে চলেছে করোনা। কিন্তু করোনার দাপট সত্বেও জন সচেতনতা বিশেষ নজরে পড়ছে না। গতকাল পর্যন্ত চৈত্র সেলের শেষ দিনে গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান চত্বরে উপচে পড়া ভিড় দেখা গেছে। বারবার প্রচার সত্বেও মুখে মাস্ক ছাড়া দেখা গেছে বহু মানুষকে । তাই এবার শক্ত হাতে লাগাম ধরতে চাইছে কলকাতা পুলিশ। মাস্ক না পড়লে বড় অঙ্কের জরিমানা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। করোনা পরিস্থিতি দেখে এবার ব্যবসায়িক মহলকে সতর্ক করল রাজ্য সরকার। বাণিজ্যিক সংগঠনগুলিকে কোভিড বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।


































































































































