নববর্ষের দিনই চোখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব ও বিনিয়োগকারী সংস্থার দ্বন্দ্ব

0
1

বছরের প্রথমদিনেই চোখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব( east bengal)  ও বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের (  shree cement)  দ্বন্দ্ব । পয়লা বৈশাখের দিনে বার পুজোতে দেখা গেল না এসসি ইস্টবেঙ্গলের কোন ফুটবলারদের। ফুটবলাররা না আসায় অবাক ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। আর এতেই ক্ষোভ উগরে দিলেন তিনি।

এদিন দেবব্রত সরকার বলেন,” কোনও এক অজানা কারণে ফুটবলাররা আসেনি। তবে শুনেছি কারোর নির্দেশেই নাকি ওরা অনুপস্থিত।এতে বেশ আমরা অবাক। আমাকে যুব ফুটবলার ও দুজন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠান সারতে হল। ”

তবে বিনিয়োগকারী সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে বিনিয়োগকারী শ্রী সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়, করোনার জন্যই ফুটবলাররা আসেননি। তাঁদের দপ্তরের কয়েকজনের করোনা ধরা পড়েছে। তাই দপ্তর বন্ধ রয়েছে। এদিন বার পুজো অনুষ্ঠানে  বিনিয়োগকারী সংস্থার কোনও কর্তাকে এদিন ক্লাবে দেখা যায়নি। তবে ক্লাবের পক্ষ থেকে বিনিয়োগকারী সংস্থার দপ্তরে নববর্ষের মিষ্টি পাঠিয়ে দিয়েছেন ক্লাব কর্তারা।

আরও পড়ুন:বছরের প্রথম দিনে ময়দানে চেনা ছবি, বার পুজোতে মেতেছে ইস্টবেঙ্গল, মোহনবাগান

Advt