কোভিড পরিস্থিতিতে বাকি দফার ভোট একদিনে করার প্রস্তাব দিয়ে টুইট মমতার

0
1

বাংলায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। প্রতিদিন করোনা সংক্রমণে রেকর্ড হচ্ছে বাংলায়। বাংলায় ক্রমবর্ধমান করোনা সংক্রমণের দিকটি মাথায় রেখেই নির্বাচন কমিশনের কাছে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কমিশনের কাছে বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানিয়ে বৃহস্পতিবার একটি টুইট করেন মমতা। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘অতিমারী পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আটদফায় ভোট করা নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা জানাচ্ছি। এখন, করোনা সংক্রমণ বাড়ছে। নির্বাচন কমিশনের কাছে আমার আর্জি, বাকি দফার ভোট একদিনে করা হোক। এর ফলে করোনা সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করা যাবে।’

উল্লেখ্য করোনার দ্বিতীয় ঢেউয়ে কাঁপছে বাংলা। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এই আবহে করোনা পরিস্থিতির দিকটি মাথায় রেখেই বাকি দফার ভোট একদিনে করার আর্জি জানাল তৃণমূল। যদিও কমিশন সূত্রে বাকি ভোট এক দফায় করানোর কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন- ধরণা দিয়ে বিধি লঙ্ঘন করেননি মমতা, শীতলকুচির ভাইরাল ভিডিও নিয়ে ধন্দে কমিশন