দিল্লিতে (delhi) ভেজাল আটা খেয়ে প্রায় ৪০০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির কল্যাণপুরী এলাকায়। অসুস্থরা সকলেই লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গিয়েছে, স্থানীয় সংস্কার অনুযায়ী নবরাত্রির ব্রত উদযাপনের পরে কুট্টু কা আটা’ নামে একরকমের আটা খেতে হয়। অভিযোগ সেই আটাতেই ভেজাল ছিল। যা খেয়ে তীব্র বিষক্রিয়া হয়। তারপর থেকেই সকলের পেটে মারাত্মক যন্ত্রণা, বদহজম, বমির মতো উপসর্গ দেখা দেয় সকলের শরীরে । অনেকের ডায়েরিয়া হয়ে গেছে বলেও জানা গিয়েছে।

সবাইকেই লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপতালের এক চিকিৎসক জানিয়েছেন, বুধবার রাত ১১টার পর থেকেই ওই এলাকা থেকে পর পর রোগী আসতে শুরু করে। সকলেরই একই সমস্যা। কারণ খুঁজতে গিয়ে জানা যায় প্রত্যেকেই ওই আটা খেয়েছিলেন । এদিকে যে দোকান থেকে ওই আটা কেনা হয়েছিল তার মালিককে গ্রেফতার করা হয়েছে।


































































































































