“কান ধরে দিলীপ ঘোষকে বের করে দেওয়া উচিত”, কমিশনকে কড়া পদক্ষেপ আর্জি সেলিমের

0
1

শীতলকুচির ঘটনার পর একের পর এক বিজেপি নেতাদের উস্কানিমূলক মন্তব্য রাজ্যে বিতর্ক বাড়িয়েছে। এবার সেই উস্কানি মূলক মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) তীব্র আক্রমণ করলেন প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম(CPIM) নেতা মহম্মদ সেলিম(MD Salim)। জানিয়ে দিলেন, নির্বাচন কমিশনের উচিত উস্কানিমূলক মন্তব্যের জেরে রাজ্য বিজেপি সভাপতি(BJP President) দিলীপ ঘোষের কান ধরে বের করে দেওয়া‌।

প্রসঙ্গত, শীতলকুচি ঘটনায় উস্কানি মূলক মন্তব্যের জেরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার সকাল ১০টার মধ্যে দিলীপ ঘোষকে জবাব দিতে বলা হয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই মঙ্গলবার ধূপগুড়ি ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীর প্রচারে এসে মহম্মদ সেলিম বলেন, “দিলীপ ঘোষ, সায়ন্তন বসু-সহ বিজেপি নেতারা উসকানিমূলক মন্তব্য করে বেড়াচ্ছেন। যার কারণেই হিংসা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এইসব বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের উচিত কান ধরে দিলীপ ঘোষকে বের করে তাঁর প্রচার বন্ধ করে দেওয়া।”

পাশাপাশি বিজেপি ও তৃণমূলকেও একযোগে আক্রমণ শানিয়ে সেলিম বলেন, “বিজেপি (BJP) এবং তৃণমূল (TMC) উভয় দলই ঘুষখোর, দুর্নীতি, তোলাবাজি এবং সমাজবিরোধী কার্যকলাপ করে বেড়াচ্ছে। ‘খেলা হবে, খেলা হবে’ বলে সন্ত্রাস ছড়াচ্ছে।” পাশাপাশি বিজেপির বিরুদ্ধে তোপ দেগে তিনি আরো বলেন, ৫৬ ইঞ্চির গল্প শোনানো বিজেপি প্রতিশ্রুতি মতো কোনো কাজই করেনি।

Advt