শঙ্খ ঘোষ করোনা আক্রান্ত, অবস্থা স্থিতিশীল, বাড়িতেই চলছে চিকিৎসা

0
1

শঙ্খ ঘোষ করোনা আক্রান্ত৷

গত দু’দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয় প্রবীণ কবির। এরপরই করোনা পরীক্ষা করা হয়৷
বুধবার বিকেলে আসা রিপোর্টে জানা গিয়েছে সংক্রামিত (Covid positive) হয়েছেন তিনি। পরিবার সূত্রের খবর, আপাতত জ্বর নেই তাঁর। তবে দুর্বলতা রয়েছে। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত শঙ্খবাবু (Sankha Ghosh) । হাসপাতালেও ভর্তি হতে হয় ওনাকে। এখন অবশ্য বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে কবির পরিবারের তরফে।

আরও পড়ুন- পয়লা বৈশাখে ময়দানে বারপুজোর সেকাল-একাল, করোনাকালে হারিয়েছে ঐতিহ্য-জৌলুস