”মহারাণা প্রতাপ সিংকে কি কুকুরে কামড়েছিল? যে উনি নিজের বাড়ি, রাজধানী সব ছেড়ে পাহাড়ে ঘুরে ঘুরে কেঁদে বেড়াতেন? কেন করেছিলেন তিনি এমন? আপনারা বুঝতে পারেন সেটা?” মহারাণা প্রতাপকে নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করে চরম বেকায়দায় পড়েছেন বিজেপি নেতা গুলাবচাঁদ । রাজস্থানের (Rajasthan) রাজসমন্দ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচন উপলক্ষ্যে প্রচারে এসেছিলেন গুলাবচাঁদ। ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন গুলাবচাঁদ। কিন্তু গুলাবচাঁদের এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় সর্বত্র। বিশেষত রাজপুত সমাজ আপত্তি তুলেছে। মহারাণা প্রতাপ সিং ছিলেন মেবারের শিশোদিয়া রাজবংশের রাজপুত রাজা। প্রবল প্রতাপান্বিত মুঘল সম্রাট আকবরের সঙ্গে সম্মুখ সমরে নেমেছিলেন হিন্দু রাজা রাণা প্রতাপ। রাণা প্রতাপের এই লড়াই আজও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। রাজস্থানে আজও কিংবদন্তি হয়ে রয়েছে হলদিঘাটে মহারাণার সংগ্রামকাহিনি। কিন্তু সেই ইতিহাসপ্রসিদ্ধ নায়ককে নিয়ে এহেন কুরুচিকর মন্তব্য করায় যারপরনাই বিরক্ত হয়েছে রাজপুত সমাজ। বিতর্কের জল এতদূর গড়িয়েছে যে শেষ পর্যন্ত গুলাবচাঁদ ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন।