করোনা-কারণে ভোট প্রচারে বড় জমায়েত বন্ধ করছে বামেরা

0
1

রাজ্যের করোনা-গ্রাফ অবিশ্বাস্য গতিতে বেড়েই চলেছে৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেজন্য ভোট চলাকালীনই সব ধরনের বড় জমায়েত বাতিলের সিদ্ধান্ত নিল সিপিএম। এই মুহুর্তে বামেরা আর বড় জমায়েত বা রোড শো করবে না।

এ কথা জানিয়েছেন মহম্মদ সেলিম (Md. Salim)। একইসঙ্গে দেশে ও রাজ্যে করোনা’র দাপটবৃদ্ধির জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের ঢিলেমিকেই দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন-রোড শো-এ জনজোয়ার: টিকা নিয়ে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

ভোটের বাংলায় প্রতিদিনই মিটিং-মিছিল, রোড শো করছে রাজনৈতিক দলগুলি। সেখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ। ফলে ভয়ঙ্কর চেহারা নিচ্ছে করোনা। সেই কারণেই ভোটের মাঝেই বড় জমায়েত না করার সিদ্ধান্ত নিল সিপিএম।

বুধবার আলিমুদ্দিনে সাংবাদিকদের মুখোমুখি হন পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। সেখানে তিনি জানান, আপাতত অল্প সংখ্যক কর্মী-সমর্থককে নিয়ে ছোট ছোট সভা করা হবে। প্রার্থী-সহ হাতে গোনা কয়েকজন যাবেন বাড়ি বাড়ি প্রচারে।

Advt