কোভিড–সঙ্কট চরমে, আজই বন্ধ হওয়ার পথে কুম্ভমেলা!

0
1

দেশে চরম মাত্রায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেড় লক্ষের গণ্ডি পার করে দু’লক্ষের দিকে এগোচ্ছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে হরিদ্বারের কুম্ভে রোজ গঙ্গাস্নান করছেন লক্ষ লক্ষ মানুষ। তাতে সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসক মহলের। তুমুল সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র এবং উত্তরাখণ্ড সরকার। খবর, এই পরিস্থিতিতে ২ সপ্তাহ আগে আজই বন্ধ হয়ে যেতে পারে কুম্ভমেলা। আজই সম্ভবত কুম্ভমেলার শেষ দিন।

সোমবার পুণ্যলগ্নে কুম্ভে স্নান করেছেন ২১ লক্ষ মানুষ। বুধবার দুপুর ২টো পর্যন্ত গঙ্গাস্নান করেছেন ৯ লক্ষ ৪৩ হাজার ৪৫২ জন। ২৭ এপ্রিল ফের পুণ্যলগ্ন রয়েছে। সেদিনও শাহী স্নান সারবেন লক্ষ লক্ষ মানুষ। আগের দিনগুলোর মতো সেদিনও কারও মুখে থাকবে না মাস্ক। মানা হবে না দূরত্ববিধি। তাতেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের। উল্লেখ্য, এই করোনা পরিস্থিতিতে কীভাবে কুম্ভমেলার আয়োজন করা হল, এ নিয়েও বিস্তর প্রশ্ন উঠেছিল নানান মহলে।

আরও পড়ুন- মানুষের ভালোবাসায় ফের নবান্নে বসবেন মমতা , মন্তব্য শতাব্দীর

Advt