কেকেআরের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ নাইট কর্ণধার শাহরুখ খান

0
7

মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের( mumbai indiance) কাছে লজ্জাজনক হারের পর দলের পারফরম‍্যান্স নিয়ে ক্ষুব্ধ কলকাতা নাইট রাইডার্সের( kkr) কর্ণধার শাহরুখ খান( shahrukh khan)। টুইট করে মনের রাগ উগরে দেন  তিনি।

এদিন টুইট করে শাহরুখ লেখেন,” জঘন্য খেলা! কেকেআর তোমরা সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিও।” মঙ্গলবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে হারে নাইট বাহিনী। দলের মিডল অর্ডার কার্যত দাড়াতেই পারেনি রাহুল চাহার, ট্রেন বোল্টদের সামনে। তাসের ঘরের মতন ভেঙ্গে পরে কেকেআরের ব‍্যাটিংলাইন। আর এতেই ক্ষুব্ধ কেকেআর মালিক।

কলকাতা নাইট রাইডার্সের তারকা খচিত মিডল অর্ডার। প্রথম ম্যাচে একাধিক ভুল করেও পার পেয়েছিল ইয়ন মর্গ‍্যানের দল। তবে মঙ্গলবার আর দলের জয় নিশ্চিত করতে পারলেন না নাইট অধিনায়ক। তাই মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ রানে লজ্জাজনক হারের মুখ দেখল টিম কেকেআর।

আরও পড়ুন:মুম্বইয়ের কাছে হার নাইট বাহিনীর

Advt