দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি, একদিনে করোনা আক্রান্ত ১,৮৪,৩৭২

0
2

দেশজুড়ে বেলাগাম করোনা পরিস্থিতি। প্রতিদিনই নয়া রেকর্ড গড়ছে কোভিড। দেড় লাখ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ।

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১,৮৪,৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ মৃতের সংখ্যা ১০২৭ ৷ সুস্থ হয়ে উঠেছেন ৮২,৩৩৯ জন ৷ দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৮,৭২,৮২৫ জন ৷ এখনও সুস্থ হয়ে উঠেছেন ১,২৩,৩৬,০৩৬ জন ৷ করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৩,৬৫,৭০৪। এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩,৬৫,৭০৪৷ দেশজুড়ে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১১,১১,৭৯,৫৭৮ জন।

আরও পড়ুন-শীতলকুচি-কাণ্ডে এবার পৃথক তদন্তে নামছে CISF

দেশে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। এ রাজ্যে দৈনিক সংক্রমণের সংখ্যা এখন প্রায় ৫ হাজার। মঙ্গলবার স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে,গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮১৭ জন।

তিন দিনেই দ্বিগুণ মৃত্যু হয়েছে রাজ্যে। মঙ্গলবার স্বাস্থ্য দফতর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭১ জন। তারপরই আছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৪ জন। কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে ১১ জনের।উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন।

Advt