নির্বাচন মুখর বাংলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের(coronavirus) হার। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এক দিনে প্রায় ৫ হাজার মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে এবার করোনাবিধি রাজ্যে লাগু করার বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Kolkata High Court)। যেকোনো রাজনৈতিক সমাবেশে বা যেকোনো জমায়েতে নির্বাচন কমিশনকে(election commission) কোভিড বিধি যথাযথভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি করোনা রুখতে নির্বাচন কমিশন কী কী উদ্যোগ নিয়েছে ৭ দিনের মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে হলফনামা পেশ করে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে এক মামলার শুনানিতে আদালত জানায়, কমিশনের করোনা সংক্রান্ত নির্দিষ্ট যে প্রটোকল রয়েছে তার মধ্যে বাধ্যতামূলকভাবে বেশ কয়েকটি বিধি পালন করতে হবে প্রত্যেককে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জমায়েতে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজারের ব্যবস্থা করতে হবে। নিরাপদ দূরত্ব পালন ও মানুষকে সচেতন করতে মাইকিং পুস্তিকা বিলি করতে হবে। নির্বাচন কমিশনকে কড়াভাবে এটাও জানিয়ে দেওয়া হয় এই সমস্ত বিধি কোনো জমায়েতে কেউ যাতে উপেক্ষা করতে না পারে। নির্বাচনী জমায়েত রুখতে জেলাশাসক ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্টের।
আরও পড়ুন:শীতলকুচি-কাণ্ডে এবার পৃথক তদন্তে নামছে CISF
প্রসঙ্গত, বঙ্গে ৮ দফার নির্বাচনে সবে শেষ হয়েছে ৪ দফা। এদিকে রাজ্যে হুড়মুড়িয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দফতরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বঙ্গে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার। এদিকে ভোটের বাংলায় প্রচারে খামতি নেই। কোভিড বিধিকে ফুৎকারে উড়িয়ে মাস্ক, সামাজিক দূরত্ব এসব এখন অতীত হয়ে গিয়েছে রাজ্যে। দেদার চলছে মিটিং-মিছিল এমন অবস্থায় পরিস্থিতি সামাল দিতে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।









































































































































