করোনা-কারণে রাজ্যের শেষ ৩ দফার ভোট একদিনে করতে পারে কমিশন

0
1

করোনা-কারনে সম্ভবত রাজ্যের ষষ্ঠদফা (২২ এপ্রিল, ৪৩ আসন), সপ্তম দফা (২৬ এপ্রিল, ৩৬ আসন) এবং অষ্টম দফার (২৯ এপ্রিল, ৩৫ আসন) ভোট একদিনে করার প্রস্তাব দিতে চলেছে নির্বাচন কমিশন৷

অসমর্থিত সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে আগামী ১৬ এপ্রিল যে সর্বদলীয় বৈঠক ডেকেছে কমিশন, সেই বৈঠকে এই প্রস্তাব দেওয়া হবে কমিশনের তরফে৷ সবক’টি রাজনেতিক দলের সহমতের ভিত্তিতে এই প্রস্তাব গৃহীত হলে রাজ্যের শেষ ৩ দফার ভোট একদিনে, আগামী ২৪ এপ্রিল হতে পারে৷
ফলে, রাজ্যের ভোট দু’দফা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তেমন হলে শেষ ৩ দফার যথাক্রমে ৪৩ + ৩৫ + ৩৬, মোট ১১৪ আসনের ভোট একইদিনে হবে৷ কমিশন অবশ্য এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও বার্তা এখনও দেয়নি৷

আরও পড়ুন- কেন্দ্রের দুমুখো নীতি নিয়ে প্রশ্ন কোর্টের, মহাকুম্ভ মেলায় অনুমতি আর নিজামুদ্দিনে রমজানের নামাজে আপত্তি!